ইতালি ফিরতে পারবেন আরো ৪ ক্যাটাগরির প্রবাসী বাংলাদেশিরা

কো;ভিড-১৯ এর কারণে দেশে এসে আ;টকে থাকা ইতালি প্রবাসীদের মধ্যে আরো ৪ ক্যাটাগরির বৈধ কাগজধারীরা ফিরতে পারবেন দেশটিতে।

কয়েকদিন আগে ইতালি সরকারের দেওয়া নতুন অ;ধ্যাদেশের বরাত দিয়ে গত মঙ্গলবার এসব তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে ইতালির নানা গণমাধ্যম।

ইতালির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইতালি সরকার বাংলাদেশসহ ঝুঁ;কিপূর্ণ ১৬ টি দেশের সাথে বিমান যোগাযোগের নি;ষেধাজ্ঞার সময় ৭ অক্টোবর পর্যন্ত বাড়ালেও যেসব প্রবাসীরা ইতালিতে চাকরি করতেন ও চাকরি থেকে অ;ব্যাহতি না নিয়ে নিজ দেশে ছুটি কাটাতে গিয়ে কো;ভিড-১৯ এর কারণে ফিরতে পারেননি।

সেসব প্রবাসীরা এখন থেকে ইতালি ফিরতে আর কোন বা;ধা থাকবে না। অর্থাৎ কোন প্রবাসীর যদি ইতালিতে কাজের চুক্তিপত্র (কন্ট্রাক্ট) চলমান থাকে তাহলে তারা এখন থেকে ইতালি ফিরতে পারবেন।

এছাড়াও ইতালিতে যেসব প্রবাসীরা ট্রেড লা;ইসেন্সসহ বৈধ ব্যবসা করতেন, এমন কোন ব্যবসায়ী বর্তমানে নিজ দেশে আ;টকা থাকলে নতুন অ;ধ্যাদেশের আ;ইনানুযায়ী ইতালি ফিরতে পারবেন।

এছাড়াও ইতালির বৈধ কাগজধারী কোন প্রবাসী যদি পূর্বে দেশটিতে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ইতালিতে তার চিকিৎসা প্রয়োজন এমন কেউ যদি বর্তমানে বাংলাদেশে আ;টকা থাকে তবে তারাও এখন থেকে ইতালিতে ফিরতে পারবেন।

এছাড়াও কোন প্রবাসী যদি ইতালির কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় থাকে এবং বর্তমানে সে তার নিজ দেশে অবস্থান করছেন।

এক্ষেত্রে এসব শিক্ষার্থীরাও ইতালিতে ফিরতে পারবেনতবে সকল প্রবাসীদের ইতালিতে প্রবেশের জন্য বৈ’ধ কাগজের মেয়াদ থাকতে হবে।যাদের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ঢাকাস্থ ভিএসএফ গ্লোবাল থেকে রি-এন্ট্রি ভিসা নিতে হবে।

এছাড়াও ইতালির স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অটো সার্টিফিকেট ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে সাথে নিয়ে যেতে হবে। যেটা ইতালি ই;মিগ্রেশনে জমা দিতে হবে।

এছাড়াও পূর্বে পরিবারের সদস্যদের ইতালি ফেরার অনুমতি দিয়েছে দেশটির সরকার।উল্লেখ্য, ক;রোনার কারণে টানা দুই মাস যাবত বাংলাদেশসহ ১৬ টি দেশের সাথে বিমান চলাচল ব’ন্ধ রাখে দেশটির সরকার।