ইতালিতে জমে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচন

ইউরোপের দেশ ইতালিতে বারতে শুরু করেছে করোনাভাইরাস। আর এই প্রতিকূল অবস্থাতেই চলছে ইতালির সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে ভেনিসে লড়ছে তিন বাংলাদেশি প্রার্থী।

ইতালিতে শুরু হয়েছে ২য় ধাপে করোনাভাইরাস সংক্রমণ। এরই মধ্যে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। চলতি মাসের ২০/২১ সেপ্টেম্বর ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী দলের জোট পার্তিত ডেমোক্রেটিক (পি ডি) হতে ভেনিসের মেসরে কমুনে হতে ওয়ার্ড কাউন্সিল হিসেবে কিশোরগঞ্জ জেলার আফাই আলী ও মারঘেরা কমুনে হতে শরীয়তপুর জেলার হুমায়ুন আব্দুল (কাজী বিপ্লব) মনোনয়ন নিয়ে প্রচারণায় নেমেছেন।
অপরদিকে ভেনেচ্ছিয়া এ তুয়া দল হতে মনোনয়ন নিয়ে ভেনিস কমুনের কাউন্সিলর হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার মনোয়ার ক্লার্ক প্রার্থী হয়েছেন।

২০১৫ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করলেও এবছর একই পদে ২য় বাংলাদেশি হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

জয়ের আশা নিয়ে ভোটার কাছে ভোট চাইছেন প্রার্থীরা, করছেন নিজেদের পক্ষে লিফলের বিতরণ। প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ ভেনিসের উন্নয়নেরও। অপরদিকে জোটের মেয়র ও কাউন্সিল ও ওয়ার্ড কাউন্সিলরসহ পিডি পার্টির সকল প্রার্থীদের জয়যুক্ত করতে ভোটারদের প্রতি ভোট প্রদানের আহবান জানিয়েছেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি।

তবে এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা জয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের পথ সুগম হবে এবং বিভিন্ন পেশা বা প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতারা মনে করেন।