মালয়েশিয়ায় লকডাউন মেয়াদ আবারও বাড়ানো হয়েছে, প্রবেশ অনিশ্চিত প্রবাসীদের

মালয়েশিয়ায় রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা পুনরুদ্ধার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (লকডাউন) আগামী ৩১ শে আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে এক ভাষন তিনি সিদ্ধান্ত জানিয়েছেন।

তারমতে আরএমসিও সময়কালের মেয়াদ বাড়ানোর সাথে সাথে সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৯৮৮ বা ৩৪৩ আইনের অধীনে এখনো কার্যকর করা যেতে পারে।

স্থানীয় টেলিভিশনে এই ভাষন সম্প্রচার করার হয়েছে। ভাষনে তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জনগণের প্রতি আরোপ করা নির্দেশ গুলো মেনে চলা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা বা এসওপি গুলো মেনে চলার জন্য তদারকি চালিয়ে যেতে হবে।

গত জুন ২৮ তারিখে শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার পরিবর্তন করে পুনরুদ্ধার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ কার্যকর করার ঘোষণা দেন তিনি।

এদিকে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর অধীনে মালয়েশিয়ায় বিমানবন্দর গুলো আবার আগের মত সচল হবে কিনা বা আন্তর্জাতিক বানিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেয়া হবে কিনা তা নিশ্চিত করে বলা হয়নি।

মালয়েশিয়ায় আগের মত টুরিস্ট প্রবেশ করার বিষয়েও কোন সিদ্ধান্ত জানানো হয়। তবে এখনো পর্যন্ত তা বন্ধ রয়েছে।

মালয়েশিয়া থেকে ছুটিতে বেড়াতে যাওয়া সাধারণ শ্রমিকেরা আবার কবে ফিরতে পারবে সেটা এখনো অনিশ্চিতই রয়ে গেছে।