মালদ্বীপে ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা

এশিয়ার ছোট একটি দেশ মালদ্বীপ। যেখানে প্রায় লক্ষাদিক প্রবাসী বাংলাদেশি বাস করে। কিন্তু ক;রোনার কারনে বেশিরভাগ প্রবাসীদেরই কাজ নে’ই।

কো;ভিড-১৯ এর সং;ক্রমণ শুরু হওয়ার পর, গত ২ মাস যাবত বে;কার হয়ে বসে আছেন মালদ্বীপের মাথিভেরি দ্বীপের একটি রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশি যুবক হৃদয় হোসেন।

তিনি বলেন মালদ্বীপে থাকা-খাওয়ায় অনেক ব্যা’য়বহুল। হাতে যেটুকু টাকা পয়সা ছিল, সব শেষ। বাড়ির অবস্থাও বেশি ভালো ন’য় যে, সেখান থেকে টাকাপয়সা এনে খরচ চালাবো। আসলে খুব বি;পদের মধ্যে আছি।”

তিনি আরও বলেন, তার মতো এরকম বি;পদে পড়েছে মালদ্বীপে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।

একটি সং’স্থা বলেছে, দেশটিতে প্রবাসী শ্রমিকরা ক;রোনার কারণে যে হ;য়রানির শি;কার হচ্ছে, তাতে তারা বি;পন্ন হয়ে পড়েছে।

তারা প্রতিষ্ঠানের মালিকদের দ্বারা হ;য়রানি,মজুরি ক’ম দেওয়া,পাসপোর্ট আ;টকে রাখা, অ;নি’রাপদ পরিবেশে থাকতেও

কাজ করতে বা;ধ্য করা, চা;করিচ্যুতি, অ;তিরিক্ত সময়ে কাজ করানো, শ্রম অ;ধিকারের ল;ঙ্ঘনের মতো ঘ;টনার শি;কার হচ্ছে, বলছে সং’স্থাটি।

কো;ভিড-১৯ সং;ক্রমন ও ল;কডাউন এসব অবস্থার আরও অ;বনতি ঘ;টাচ্ছে। সেই সঙ্গে চা;করিচ্যুতি, বি’না পা’রিশ্রমিকে কাজ করা, বেতন ক’মিয়ে দেওয়ার মতো প;রিস্থিতির মু;খোমুখি হচ্ছে তারা।