কুয়েতে স্বাভাবিক হওয়ার পথে জনজীবন

ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনের দিকে ফেরার লক্ষ্যে খুব দ্রু’ত এগুচ্ছে উপসাগরীয় দেশ কুয়েত! শুরু থেকেই

কো;ভিড-১৯ এর বি;রুদ্ধে একযোগে শ;ক্তভাবে প্র;তিরোধ গড়ে তোলে কুয়েতের স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট মানুষজন ও

প্র;শাসন। অভিবাসী অধ্যুষিত দেশ কুয়েতের ক;রোনা বি;রোধী শ’ক্ত ও অর্থবহ প’দক্ষেপের ফল দেশটি হাতেনাতে পাচ্ছে! স্বাভাবিক হচ্ছে কুয়েতের জনজীবন …

দেশটির সরকারি বেসরকারি অফিসসমুহ, হোটেল রেস্তরা, সরকারি দাপ্তরিক কার্যক্রম ” স্বাভাবিককরনের ৪র্থ ধাপে ” নতুন করে গতি পেয়েছে! উল্লেখ্য, ক;রোনা প্যা;নডেমিক চলাকালীন সময়ে কুয়েত সরকার স্বাভাবিক জীবন যাপনে ফেরার জন্য ৫ টি স্তর বা ধাপের কথা বলেছিলেন!

কো;ভিড-১৯ এর শুরু থেকেই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব দপ্তর, ক;রোনা মো;কাবেলায় দারুন পা’রদর্শীতা দেখিয়েছে! গা;লফের অন্যান্য স্টে’টের চেয়ে কুয়েতের ক;রোনা প;রিস্থিতি সামগ্রিকভাবে ভালো বলা চলে!

কুয়েতের আজকের দিনগুলো আবার কো’লাহলে ভরে উঠেছে! কর্মব্যস্ত হয়ে উঠেছে অভিবাসী অধ্যুষিত অঞ্চল ও এরিয়াগুলো! মার্কেট ও শপিংমল গুলোতেও কর্মচাঞ্চল্য লক্ষনীয়! নি;ষেধাজ্ঞা উঠে যাওয়ায় মসজিদ গুলোতে জুম্মার

নামাজ সহ ৫ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হচ্ছে! যদিও অভিবাসী ও নাগরিকদের স্বাস্থ্য সু;রক্ষায় স্বাস্থ্য বি;ধিমালা ও সোশ্যাল ডি’সটেন্স এর প্রতি লক্ষ্য রেখেই এইসব কার্যক্রম চলমান রয়েছে!

কুয়েতের পাবলিক বাস গুলো চলছে : নি;ষেধাজ্ঞা কা’টিয়ে উঠে কুয়েতের রাস্তায় আবার নেমেছে পাবলিক ট্রান্সপোর্টেশন! কুয়েতের অভিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে পাবলিক ট্রান্সপোর্ট!

ট্রা;ফিক ও রেসিডেন্সিয়াল কার্যক্রম : যদিও, ল;কডাউন বা পুর্নমাত্রায় কা;রফিউ চলাকালীন সময়েও কুয়েত সরকারের ব’দন্যতায় অভিবাসিদের আকামা বা বৈ;ধতা নবায়নে অনলাইনে ই সমস্ত কার্যক্রম সেরে ফেলা গেছে, এখন ম্যানুয়ালি

দাপ্তরিক কার্যক্রম ৩০% উপস্থিতি নিশ্চিত থাকায় ট্রা;ফিক ও আকামা নবায়ন সহ অন্যান্য কাজে গতি বেড়েছে বহুগুনে!

কা;রফিউ ও ল;কডাউন : কুয়েতে সাগামী ৩০ আগস্ট সব ধরনের কা;রফিউ উঠে যাচ্ছে, চলমান আংশিক কা;রফিউ রাত ৯ টা থেকে ভোর রাত ৩ টা পর্যন্ত থাকলেও ৩০ তারিখের পর আর এই কা;রফিউ বা বি;ধিনিষেধ থাকছে না!

অন্যদিকে, ক;রোনা নি;য়ন্ত্রণে কুয়েত সরকারের জা’রি করা অঞ্চল ভিত্তিক ল;কডাউন আর নেই, সারা কুয়েতে কোথাও ল;কডাউন নেই!

বানিজ্যিক বিমান চলাচল বা অভিবাসী ফেরত : এটা বহুল প্রত্যাশিত একটি বিষয় যে, কুয়েত থেকে ছুটিতে যাওয়া বাংলাদেশ সহ অন্যান্য দেশের অভিবাসীরা কবে ফিরতে পারবে কুয়েতে! পত্রপত্রিকা ও অনলাইনে এটা নিয়ে বহু

আলোচনা – পর্যালোচনা বি’শ্লেষণ হয়েছে, কিন্তু ফলাফল শুন্যই থেকেছে! বিমান আসেনি কুয়েত এয়ারপোর্টে অর্থাৎ ফেরেনি কোন অভিবাসীও!

তবে এবার আশা করা যাচ্ছে, কেননা গতকালই এটা নিয়ে ( অভিবাসীদের ফেরত) খ’সড়া একটি নী;তিমালার কথা এসেছে! কুয়েতের সরকারী মু;খপাত্রের বরাতে জানা গেছে, ছুটিতে দেশে গিয়ে আ;টকেপড়া প্রবাসীদের ধীরে ধীরে

কুয়েতে প্র’ত্যাবাসন বা ফেরত আনার বিষয়ে সরকারি একটি কর্মপরিকল্পনা রয়েছে! কুয়েতের জাতীয় বার্তা সংস্থা কুনার

ভেরিফায়েড টুইটার একাউন্ট সুত্রে এই নিউজ জানা গেছে! যথাযথ স্বাস্থ্য বি;ধিমালা অনুসরণ করে কুয়েত খুব জলদি এয়ারপোর্ট খুলে দিবে এটা খুব সহজেই অনুমেয়, তবে নির্দিষ্ট বা নি;ষেধাজ্ঞা থাকা দেশগুলোর ক;রোনা প’রিস্থিতি বিবেচনায় নিবে কুয়েত সরকার, এমনটাই ইংগিত দেওয়া হয়ছে সুত্রে!

নি;ষেধাজ্ঞা উঠলেও, কুয়েতের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ বাসেল আল সাবাহ আগেই ব্যক্ত করেছিলেন যে, ক;রোনা

প’রিস্থিতির উ’ত্তরন ঘ’টলেও, আমাদেরকে স্বা;স্থ্যবিধি বিষয়ে স;চেতনতা অব্যাহত রাখতে হবে! গতকালও কুয়েতের

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল স্পোকম্যান ডাঃ আব্দুল্লাহ আল সানাদ নিজের টুইটার একাউন্টে ছোট্ট একটা টুইট করে জানিয়েছেন যে, কুয়েতে ক;রোনা আ;ক্রান্ত রোগীদের সুস্থতার হার ৯০.০৭%! আমরা ফিরব আবার আগের মতো জীবনে, এই প্রত্যাশাই করি!