ইতালিতে এবার বৈধতা পাচ্ছেন প্রায় ১৬ হাজার অবৈধ বাংলাদেশি!

ইতালিতে এবার বৈ’ধতা পাবার জন্য মোট আবেদনের সংখ্যা জমা পড়েছে মাত্র ২ লাখ ৭ হাজার অনিয়মিত অ’ভিবাসীর। যার মধ্যে ১৬ হা’জার ১০২ জন বাংলাদেশি অ’ভিবাসী রয়েছেন বলে খবর প্রকাশ করেছে দে’শটির বিভিন্ন তথ্য প্রতিষ্ঠান।

কিন্তু ধারণা করা হয়েছিল ইতালিতে প্রায় ৬ লক্ষ অ’বৈধ অভিবাসী এ বছর বৈ’ধতা লাভ করবে। ক’ঠিন নি’য়ম ও আ’ইনি জ’টিলতার জন্য অনেক অভিবাসী বৈ’ধতার জন্য আবেদন করতে স’ক্ষম হননি।

ইতালির কৃষিকাজে যে শ্র’মিক সং’কট চলছে তার জন্য কৃ’ষিমন্ত্রী বেল্লানোভার অনুরোধে দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের কৃষি ও এই খাতের সাথে স’ম্পৃক্ত খা’তগুলোতে কাজের শ’র্তে বৈ’ধতা প্রদানের ঘোষণা দেয় সরকার।

পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বৈ’ধতার আবেদনের সম’য়সীমা বেঁ’ধে দেয়া হলেও আ’ইনের নানা প্যাঁ’চে অনেক অভিবাসীই আবেদন করতে ব্য’র্থ হন।

পরে বৈ’ধতা পাবার শ’র্তসমূহ কিছুটা শি’থিল করে আবেদনের স’ময়সীমা ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট প’র্যন্ত বাড়ানো হয়। কিন্তু এতেও তেমন সু’বিধা করতে পারেননি অনেক অ’বৈধ অভিবাসী প্র’ত্যাশীরা।

দেশটির স্ব’রাষ্ট্রমন্ত্রণালয়ের গত ১৯ আগস্ট এক হিসাবে দেখা গেছে, দেশটিতে বৈ’ধতা পেতে স’র্বমোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭ হাজার জনের। যার মধ্যে ১৬ হাজার ১০২ জন বাংলাদেশী নাগরিক।

সর্বমোট আবেদনের মধ্যে প্রায় ৮৫ ভাগ আবেদন করেছেন বাসা-বাড়িতে কাজের জন্য আর বাকি প্রায় ১৫ ভাগ আবেদন করেছেন কৃষিখাতে কাজের জন্য।

ইতালির বিভিন্ন মানবিক ও সামাজিক সং’গঠনের পক্ষ হতে জানানো হয় ক’ঠিন আ’ইনি কা’ঠামোর জন্য এখনও কয়েক লক্ষ অ’ভিবাসী বৈ’ধতার জন্য আবেদন করতে পারেন নি। যার মধ্যে রয়েছে হা’জার হা’জার বাংলাদেশি অভিবাসন প্র’ত্যাশী।

অনেক মা’নবিক সং’গঠন বলে, আমরা চেষ্টা করছি সবাই যেন এখনও সহজে বৈ’ধতা পায়।