জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিলের বৃক্ষরোপণ কর্মসূচী

“মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী গাছ রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে,বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখন ভাট্টাচার্য।

তারই ধারাবাহিকতায় ১১, জুলাই রোজ,শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল,বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার,কলা অনুষদ,বিজ্ঞান অনুষদ ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য্য সংলগ্ন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

এই সময় সৈয়দ শাকিল বলেন,”পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ যেখানে সবুজে,শ্যামলে ভরে উঠবে দেশ সেখানে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়।”

সৈয়দ শাকিল আরোও বলেন,”বৃক্ষ মূলত পরিবেশের আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রেখে প্রানীকূলের জীববৈচিত্র্যের ভারসাম্য রাখে,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমনঃ বন্যা, খরা, টর্নেডো, জলোচ্ছাস, ওজনস্তর ক্ষয়, গ্রীনহাউজ প্রভাব, মেরু অঞ্চলের বরফ গলা মাটিদূষণ ও বায়ুদূষণ প্রতিরোধ করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।”

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সৈয়দ শাকিল বিডিএনিউজ২৪ প্রতিনিধিকে বলেন,সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত,জীবযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ হ্রাসের লক্ষ্যে বৃক্ষ রোপণের বিকল্প নেই। এছাড়াও তিনি নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণে আহ্বান জানান।

তাই মুজিববর্ষ উদযাপন এর অনুষঙ্গ হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের বহিঃপ্রকাশ। বৃক্ষরোপণ কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম,মুন্নী আক্তার,পরাগ হোসাইন,সানী,সাইদুল,নাদিম।