জাপানে ভারী বৃষ্টিপাতে বন্যা, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে বহু এলাকা প্লাবিত হয়ে গেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভারি বৃষ্টিপাত হয়। দিনের শেষ দিকে বৃষ্টি কমে আসে। স্থানীয় কুমা নদী ১০টিরও বেশি স্থানে তীর উপচে বন্যার কারণ হয়েছে। শনিবার বিবিসি জানায়, অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, যারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও অন্তত নয়জন নিখোঁজ আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ২ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেয়ে উঠেছে। উদ্ধারকারীদের সহায়তার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবক পাঠানো হয়েছে।

রোববার রাতেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এই পরিস্থিতিতে সবাইকে সর্বাধিক সতর্ক অবলম্বন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।