আজ সৌদি আরবে করো’না আ’ক্রান্ত জেলাগুলো জেনে নিন

আজকে সৌদি আরবে করো’না আ’ক্রান্ত জেলা সমুহের নাম গুলো নিচে দেওয়া হল্ল : রিয়াদ ১৬১, মক্কা ২৪৪, মদিনা ২৪৫, জেদ্দা ২৪৯, দাম্মাম ১২, জুবাইল ৮০, হুফুফ ৬৪, বিইশ ৫, তায়েফ ১৩, খামিস মোসায়েত ২১, খোবার ৮১, বুরাইদা ১৭, দিরিয়াহ ১৯, দাহরান ২, নাইরিয়াহ ৩, আল মাজদারিয়াহ্ ২, কুনফুদা ২, আল খারজ ৬, বাকিক ৪, বেলজুরশি ৩, রাস তানুরা ৯, হাইল ২

এ ছাড়া মাহাইল,র্ধব, আরআর,তুরবাহ,আল মিনতাব এ ১ জন করে নতুন করো’না রো’গী সনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়।

ক’রোনার প্রাণহা’নি ও আক্রা’ন্তদের পরিসংস্থান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদিতে ১ হাজার ৩৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মা’রা গেছেন মোট ৫জন। সর্বমোট আক্রা’ন্তের সংখ্যা ২২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃ’ত্যু হয়েছে ১৬২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ১৬৩ জন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। বৈধ-অ’বৈধ সব নাগরিকের জন্য করোনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।

ক’রোনাভাই’রাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহা’’নি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রা’ন্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি।

বিশ্বব্যাপী আ’তঙ্ক সৃষ্টিকারী ক’রোনাভাই’রাসে আ’ক্রা’ন্ত ও প্রাণহা’নির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ক’রোনায় মৃ’ত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১০৫ জন ।

এছাড়া, ভা’ইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮ হাজার ২৮৩ জনের শরীরে। আক্রা’ন্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৮১ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশ’ঙ্কাজনক অবস্থায় রয়েছে। আর আ’ক্রা’ন্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৩৯ হাজার ১৫৮ জন।