করোনা মোকাবিলায় যেভাবে হচ্ছে সফল কাতার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাতারের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রতিদিনই বিস্তর বিধি-নিষেধ জারি করে চলেছে। যেমন এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাবারের দোকান, ফার্মেসি ও হোম ডেলিভারি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। হোটেলের সামনে, রাস্তার পাশে, পার্কে কিংবা কোনো খোলা জায়গায় এখন দুজন দাঁড়িয়ে কথা বলা যাবে না।

কাতারে করোনা আক্রান্তদের বিষয় গোপন করলে কিংবা রিপোর্ট না করলে ২ লাখ রিয়াল জরিমানা এবং তিন বছরের কারাদণ্ডের মতো কঠিন সাজা দেওয়া হবে। সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে কিউএফএম ৯৫.৩ ব্যান্ডে এখন করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা বাংলায় প্রচার করা হচ্ছে। ফলে কাতারের প্রবাসী বাংলাদেশিরা সরকারের হালনাগাদ কর্মসূচি ও বিধিনিষেধ সম্পর্কিত তথ্য নিয়মিত জানতে পারছেন।

কাতারের শিল্প এলাকা বা সানাইয়া লকডাউন করা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। করোনাভাইরাস সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য সানাইয়ার ১ থেকে ৩২ নম্বর সড়ক পর্যন্ত এলাকা লকডাউন করা হয়েছে। কাতারের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের হাজারো শ্রমিক এই শিল্প এলাকার ক্যাম্পে বাস করছেন।