এইমাত্র বিএনপি নেত্রীকে নিয়ে যে সুখবর দিলেন তার ব্যাক্তিগত চিকিৎসক

ম্যাডামের শুধু বাম হাতে নয় পায়েরও সমস্যা রয়েছে, এ কারণে তিনি হাঁটতে চলতে পারেন না এবং বাম হাতটি বেঁকে যাওয়ায় হলুদ কাপড়ে ঢেকে রাখেন তিনি বলে জানান তার ব্যাক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডাম হুইলচেয়ারে স্থীর হয়ে বসতে পারছেন না। চিকিৎসকরা যদি সঠিকভাবে তার চিকিৎসা করতো এ সমস্যা হতো না। আমরা মনে করি বিশেষায়িত চিকিৎসা করলে পূর্ব অবস্থায় আবার তিনি ফিরবেন।

আগের মতই হাঁটাচলা করতে পারবেন। [৪] অধ্যাপক ডা. আবদুস সালাম বলেন, খালেদা জিয়া হাইলি এক্টিভ ডিফরমিং, রিমেটয়েড আর্থ্রাইটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।

ওনার হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টগুলোসহ বিভিন্ন জয়েন্ট ফুলে গেছে এবং তাতে তীব্র ব্যাথা আছে। শুধু তাই নয়, জয়েন্টগুলো শক্ত এবং বাঁকা হয়ে যায়।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. হারুন আল রশিদ বলেন, হাসপাতাল থেকে বের করার সময় আমরা বলেছিলাম হ্যান্ড গ্লাভস পরিয়ে বের করার জন্য।

কিন্তু তার হাতের আঙুল বেঁকে যাওয়ার কারণে হ্যান্ড গ্লাভস পরতে পারেননি। [৬] ডাক্তার এ নেতা বলেন, অতীতে আপনারা সবসময় দেখেছেন যে, বেগম খালেদা জিয়া যখন গাড়িতে ওঠেন তখন ওনার ভক্ত, অনুসারী, দলীয় নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতেন। কিন্তু এবার হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে এটা দেখা যায়নি।

সূত্রঃ আমাদের সময়