সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ৬ বাংলাদেশি আক্রান্ত হলেন। চারজন চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন।

২৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে এসব জানা গেছে। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৮৩ জন৷ গতকাল আরও ১২ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত দেশটিতে ২ জনের মৃত্যু হয়েছে৷

সর্বশেষ তথ্যানুযায়ী, আক্রান্তদের ৫২ জনের মধ্যে ২৮ জনই বাহিরের দেশ থেকে এসেছে। তারা সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আসিয়ানভুক্ত দেশগুলোতে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ২৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ তাদের মধ্যে ১০ জনের পূর্বের ক্লাস্টারের সাথে যোগাযোগ রয়েছে এবং ১৪ জনের খবর পরিস্থিতি জানা যায়নি।

৪০৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ১৮ জনের অবস্থা ক্রিটিকাল। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৮৭ জনের অবস্থা উন্নতির দিকে। রোগীদের থেকে আলাদা রাখা ও যত্নের জন্য দেশটির কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং ডির রিসর্ট এনটিইউসি’তে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

উল্লেখ্য, কনট্রাক ট্রাকের মাধ্যমে সিঙ্গাপুরে এই পর্যন্ত ৯৭৭১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ৫৫৫ জন তাদের কোয়ারেন্টাইন শেষ করেছেন আর ৩২১৬ জন এখনও কোয়ারেন্টাইনে আছেন৷