সৌদি আরবে অবস্থান করা উমরাহ হাজিরা আইনি ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন!

সৌদি আরবে যেসকল উমরাহ হাজিরা বর্তমানে অবস্থান করছেন, তারা যেকোন প্রকার আইনি পদক্ষেপ থেকে অব্যাহতি পাবার জন্য আগামী ২৮ মার্চ, শনিবারের মধ্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রনালয়, এবং আবেদনের ভিত্তিতে কোন উমরাহ হাজি যদি ভিসার নিজের ভিসার মেয়াদের চাইতে বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করে থাকেন, তবে তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা বা জরিমানা করা হবে না।
সৌদি আরবে অবস্থান করা উমরাহ হাজিরা আইনি ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন!

করোনাভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে, এবং সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই করোনাভাইরাস এর ছড়িয়ে পড়া ঠেকাতে সৌদি আরবে বন্ধ করা হয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট, এবং সকল স্থলবন্দর।

সৌদি আরবে উমরাহ এর জন্য গত ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ প্রবেশ করেন উমরাহ হাজিরা। এরপরেই ১৫ মার্চে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষনা দেয়ার পরে অনেক এয়ারলাইনই প্রচুর পরিমানে উমরাহ হাজিদের নিজ নিজ দেশে যাবার ফ্লাইটের ব্যবস্থা করেন, কিন্তু এখনো সৌদি আরবে অবস্থান করছেন অনেক উমরাহ হাজি।

যেসকল উমরাহ হাজি পরিস্থিতির কারনে আটকা পড়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তারা আগামী ২৮শে মার্চ, শনিবারের মধ্যে সৌদি সরকারের কাছে আবেদন করে যেকোন আইনি পদক্ষেপ থেকে অব্যহতি পাবেন। আবেদন করতে হবে এই লিংকে ক্লিক করে>>

ইতিমধ্যেই বিশেষ কারফিউ জারি করা হয়েছে সৌদি আরবজুড়ে, এবং বন্ধ করে দেয়া হয়েছে সকল গনপরিবহন এবং শপিং মল ও জনসমাগমপূর্ন স্থান। ইতিমধেয়েই ৭৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবে, এবং প্রতিদিন সংখ্যাটা বাড়ছে।