প্রবাসীদের এক্সিট ভিসা ও রিএন্ট্রি ভিসা ক্যানসেল করার নির্দেশ!

সৌদি আরবের যেসকল প্রবাসীর কাছে এক্সিট ভিসা এবং রিএন্ট্রি ভিসা রয়েছে, তাদের সবাইকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার আগেই এসকল ভিসা ক্যানসেল করতে জাওজাত থেকে নির্দেশ দেয়া হয়েছে ! ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এবং এর মাঝে ভিসা ব্যবহার না করা হলে যেই জরিমানা রয়েছে, সেই জরিমানা এড়াতেই এই নির্দেশ দেন জাজাওয়াত।

প্রবাসীদের এক্সিট ভিসা ও রিএন্ট্রি ভিসা ক্যানসেল করার নির্দেশ!

করোনাভাইরাসের ছড়ানো বন্ধ করতে সকল আন্তর্জাতিক ফ্লাইট ও স্থলবন্দর বন্ধ রেখেছে সৌদি সরকার। এমতাবস্থায় জাজাওয়াত সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের এক্সিট ভিসা ও রিএন্ট্রি ভিসা মেয়াদ থাকা অবস্থাতেই ক্যানসেল করার নির্দেশ দিয়েছেন, যাতে করে ভিসার মেয়াদ উত্তীর্ন হয়ে গেলেও কোনপ্রকার জরিমানা বা ফাইন দিতে না হয়, প্রবাসীরা এবশের সার্ভিস বা মুকীম সার্ভিসের মাধ্যমে নিজেদের ভিসা ক্যানসেল করতে পারবেন।

ভিসা ক্যানসেল করার পরে পরবর্তীতে যখন সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হয়ে যাবে, তখন প্রবাসীরা আবার নতুন করে এক্সিট ভিসা ও রিএন্ট্রি ভিসা গ্রহন করতে পারবেন।