বেরিয়ে এলো গোপন তথ্য যে কারণে হলুদ কাপড়ে মোড়ানো ছিল খালেদা জিয়ার হাত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দুই বছর এক মাস ১৭ দিন কারাবন্দী থাকার পর গতকাল ২৫ মার্চ মুক্তি পেয়েছেন। সরকারের নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জন্য মুখি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে হুইলচেয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বের হওয়ার সময় করোনাভাইরাস

থেকে বাঁচতে মুখে মাস্ক ব্যবহার করলেও হাত ঢাকতে ছিলনা কোনো হ্যান্ড গ্লোভস। এরপর জানা যায়, আঙুল বেঁকে যাওয়ায় হ্যান্ড গ্লোভস পরতে পারেননি খালেদা জিয়া। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ বলেন, ‘আমরা বলেছিলাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বের করার সময় হ্যান্ড গ্লোভস পরিয়ে বের করার জন্য। কারণ, আমরা জানতাম,

আমরা নিষেধ করার পরেও খালেদা জিয়ার অনুসারীরা তাকে দেখার জন্য আসবেন। তারা বাধা-নিষেধ মানবেন না। এই অবস্থায় ওনার শারীরিক নিরাপত্তা ব্যাঘাত ঘটতে পারে। এ কারণে আমরা চিকিৎসক হিসেবে বলেছিলাম করোনা থেকে তাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে বের করার জন্য। কিন্তু তার হাতের আঙুল বেঁকে যাওয়ার কারণে হ্যান্ড গ্লোভস পরতে পারেননি।’ তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বেরিয়েছেন।

সে সময় গায়ে গাউন ছিল, মুখে মাস্ক ছিল। কিন্তু হাতে হ্যান্ড গ্লোভস ছিল না। এ সময় তার হাত কাপড়ে ঢাকা ছিল। যেসব চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ওনার হাত বেঁকে যাওয়ার কারণে হ্যান্ড গ্লোভস পরা সম্ভব হয়নি।’