প্রাচীন তিন ঐতিহ্য

আউসবুর্গের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা

পাঁচশ বছর ধরে জার্মানির আউসবুর্গে চলছে পানি ব্যবস্থাপনা। ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যরে ছোট ছোট নদী আর কৃত্রিম খাল দিয়ে ঘেরা বাভারিয়ান এ শহরটি। এখন স্বীকৃতির অপেক্ষায় আছে মধ্য ইউরোপের সবচেয়ে পুরনো ওয়াটার টাওয়ার আর হারকিউলিস ঝর্ণা।

আরৎগেবার্গের খনি অঞ্চল

আরৎগেবার্গের ঠিক মাঝখানে জার্মান-চেক সীমান্ত। সীমান্তের দু’দিকেই আটশ বছর ধরে চলছে খনন, যা এখানকার ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রথমবার এখান থেকে রুপা উত্তোলন করা হয়। পরে পাওয়া যায় ইউরেনিয়ামের সন্ধান। এ জায়গাজুড়ে আছে পৃথক ২২টি দর্শনীয় স্থান।

রোমান সীমান্ত দানিয়ুব লাইমস

১৯০০ বছর আগের কথা। রেগেন্সবুর্গে ‘পর্তা প্রেতরিয়া’ নির্মাণ করে রোমানরা। দানিয়ুব নদী ঘিরে তাদের দুর্গের সীমান্ত দিতেই এ স্থাপত্য। জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতেও দানিয়ুব লাইমসের নিদর্শন খুঁজে পেয়েছেন নৃতাত্ত্বিকরা।