নুরসহ চারজন আইসিইউতে, একজন সংকটাপন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে হামলায় আহত ভিপি নুরসহ চারজন নিবিড় পর‌্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আর ডাকসুর সমাজসেবা সম্পাদক ও সাধারণ ছাত্র পরিষদের নেতা আখতার হোসেন জানিয়েছেন, ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জনের মধ্যে দুজন লাইফ সাপোর্টে এবং পাঁচজন আইসিইউতে রয়েছেন।

এই সহিংস হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রসবিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছে সাধারণ ছাত্র পরিষদ। এদিন বেলা ১২টায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডাকসুর সমাজেসোবা সম্পাদক আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ভিপি নুরসহ ৪০ জন আহত হয়। তাদের ২৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে আজ রাত আটটার দিকে ভিপি নুর ও অন্য আহতদের দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। এই হামলার ঘটনাকে পৈশাচিক বলে বর্ণনা করে নানক বলেন, হামলাকরীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে।

ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান, ভিপি নুরসহ চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনজন হলেন— ভিপি নুরের ছোট ভাই আমিনুর, নুরুর ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল ও অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন ফারাবি। ফারাবির অবস্থা সংকটাপন্ন বলে সংবাদমাধ্যমকে জানান ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন মো. আলাউদ্দিন।