এখনো ভর্তি হয়নি আড়াই লাখ শিক্ষার্থী

২০২৪ শিক্ষাবর্ষে জন্য সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয় গত ২৯ নভেম্বর থেকে। প্রথম তালিকার পর দুইটি অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। সর্বশেষ তথ্যানুযায়ী, এখনো স্কুলে ভর্তি হতে পারেনি আড়াই লাখের বেশি শিক্ষার্থী।

যদিও স্কুলে আসন সংকট নেই বলে দাবি করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভালোমানের স্কুলে ভর্তির প্রতিযোগিতা থাকায় সেখানে সংকট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি, তারা আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে বলেও জানানো হয়েছে।

মাউশি বলছে, গত ২৮ নভেম্বর স্কুলে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মনোনয়ন পায় তিন লাখের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পায় এক লাখ ৩৯ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয় দুই লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণদের ভর্তির সুযোগ দেওয়া হবে। সেজন্য দুটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে আজ দুই ধাপে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে। এরপর যেসব শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে তারা সরাসরি ভর্তির সুযোগ পাবে।