সৌদি ভিসা সেন্টার বাতিল না হলে কর্মী পাঠানো বন্ধ: বায়রার সদস্যদের ঘোষণা


স্টাফ রিপোর্টার : সৌদি আরবে কর্মী পাঠানোর ভিসা প্রসেসিংয়ের জন্য নতুন পদ্ধতি ভিসা সার্ভিস সেন্টার বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বায়রার সাংধারণ সদস্যরা। তারা বলছেন, এই সার্ভিস সেন্টার বাতিল না হলে, সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ করা হবে। একইসাথে সার্ভিস সেন্টারে কোন পাসপোর্ট জমা না দেয়ার ঘোষণা দেন বক্তারা।

শনিবার (২২ জুন) রাজধানীর বিজয়নগরে ফার্স হোটেল প্রতিবাদ সভায় এই দাবি জানান বক্তারা। সৌদি ভিসা সার্ভিস সেন্টার ( ড্রপবক্স) নির্মূল কমিটির ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় ছায় শতাধিক লাইসেন্সধারী এজেন্সি মালিক উপস্থিত হন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

প্রতিবাদ সভায় বায়রার সদস্যরা
সভায় বায়রার সাধারণ সদস্যরা বলেন, এই সার্ভিস সেন্টার সৌদি শ্রমবাজার দখলের পায়তারা। এটা কার্যকর থাকলে শ্রমবাজারটি নষ্ট হওয়ার আশঙ্কা করেন তারা।

প্রতিবাদ সভায় বায়রার সাধারণ সদস্যরা
প্রতিবাদ সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ লাগাতার এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় প্রতিবাদ সভা থেকে।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বায়রার সিনিয়র সদস্য আব্দুল আলিম, সদস্য সচিব কে এম মোবারক উল্লাহ শিমুল, ট্রাভেল কল্যাণ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ফজলুল মতিন তৌহিদ, ফেরাব সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিনসহ নেতারা বক্তব্য রাখেন।