১৫কেজি র্স্ব্ণ পেয়ে ফেরত দিয়ে এক অন্যন দৃষ্টান্ত স্থাপন করলো দুবাইতে কর্মরত প্রবাসী মকবুল!

সততার অনন্য দৃষ্টান্ত রাখলেন তাহের আলি মকবুল নামের এক পরিচ্ছন্নতা কর্মী। ব্যাগ ভর্তি বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি মূল্যের ১৫ কেজি স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন তিনি। খবর খালিজ টাইমসের।

মকবুল পেশায় একজন ক্লিনার। যা বেতন পান তা দিয়েই সংসার চালান। হুট করে একদিন কাজ করতে গিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় একটি ব্যাগ দেখতে পান। যেটার মধ্যে ছিল ১৫ কেজি স্বর্ণ। তবে এতে তিনি কোনো লোভ করেননি।

বিপুল অর্থের সেই স্বর্ণ ভর্তি ব্যাগ পাওয়ার পরপরই তাহের আলি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ও ব্যাগসহ তা ফেরত দেন। মকবুল আরব আমিরাতের দুবাইস্থ আল সাবখা পার্কিং এলাকায় ব্যাগটি পেয়েছিলেন।

কবুলের সততায় খুশি হয়ে তাকে সম্মানিত করেছেন দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।