খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা বসানো উচিত: রাঙ্গা

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাথরুমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, ‘তা না হলে তিনি কারাগার থেকে বের হয়ে যেতে পারেন।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কারাগারে এরশাদের নির্যাতন প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘আমার নেতাকে যেখানে রাখা হয়েছিল, সেখানে বাথরুম পর্যন্ত সিসি ক্যামেরা বসানো হয়েছিল। বলা হয়েছিল, সে লাফ দিয়ে বের হয়ে যেতে পারেন। অথচ তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেও জানতেন না, একদিন তাকেও জেলে যেতে হবে।‘

রাঙ্গা বলেন, ‘এরশাদ সাহেবের সময় যেহেতু কোনো লোককে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, এখন উনার (খালেদা জিয়ার) সঙ্গে যে নারীকে দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে নেওয়া উচিত। তার বাথরুমে সিসি ক্যামেরা বসানো উচিত, উনিও বের হয়ে যেতে পারেন। ‘

মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে আমাদের নেতা এইচ এম এরশাদ বলতেন, আমরা সরকারের সঙ্গে থাকব। যেহেতু আমরা একসঙ্গে নির্বাচন করেছি, সরকারে আমরা থাকতে পারতাম। কিন্তু যেহেতু সংসদে বিরোধী দলের প্রয়োজন, সেকারণেই আমরা বিরোধী দলের একটা অবস্থানে রয়েছি। সেই বিরোধী দলেও বিএনপির পাঁচজন রয়েছে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘নিয়ম অনুযায়ী বিরোধী দলের সদস্যদের সংসদে বক্তব্য রাখতে হলে বিরোধী দলের প্রধান হুইপের কাছ থেকে সময় নিতে হয়। তারা এসে আমার কাছ থেকে সময় নিচ্ছে, আবার আমাদের বিরুদ্ধে আজে-বাজে উক্তি করছে। আমি তাদের সময় দিচ্ছি, আর তারা নানা জায়গায় আমাদের পার্টির চেয়ারম্যানকে নিয়ে অশ্লিল মন্তব্য করছে। এই ধরনের অশ্লিল ভাষা একমাত্র বিএনপির নেতাকর্মীরাই বলতে পারে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের চিকিৎসার বিষয়ে রাঙ্গা বলেন, তার (এরশাদ) চিকিৎসার খরচ জোগাড় হয়নি।অসুস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে আছেন। এরশাদ সাহেব আজ মৃত্যুশয্যায় আছেন। উনার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন, সেই সংস্থান আমরা এখন পর্যন্ত করতে পারিনি।

সূত্রঃ আমাদের সময়