মালয়েশিয়ার পেনাং এ ভয়াবহ অভিযানে ৪৬ বাংলাদেশিসহ আটক ৮৭

মালয়েশিয়া অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ৪৬ বাংলাদেশিসহ ৮৭ জনকে গ্ৰেফতার করেছে পেনাং অভিবাসন বিভাগ। সোমবার বিকালে দেশটির কলকারখানা খ্যাত পেনাং শহরের বানডার সেরি তাংজুন পেনাং এলাকায় পাংছাপুরি নামক বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৪৬, মায়ানমারের ২২ এবং ইন্দোনেশিয়ার ১৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তারা সবাই বিল্ডিং তৈরির কাজে নিয়োজিত ছিলেন। আটককৃতরা অবৈধ প্রমাণিত হলে জেল ও জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

অভিযানে নেতৃত্ব দেন পেনাং অভিবাসন বিভাগের প্রধান মোহাম্মদ হোসনি মাহমুদ।

আটককৃতদের ইমিগ্ৰেশন আইনের ৬(১)সি এবং ১৯৫৯/৬৩ ধারায় গ্রেফতার করা হয়। সম্প্রতি ঘোষিত অবৈধ অভিবাসীদের আটক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ বছর মেয়াদী ৫টি কৌশল ঘোষণা করে।

রোববার (৯ জুন) ইমিগ্রেশন বিভাগ স্থানীয় মালেয়শিয়ানদের উদ্দেশ্যে অবৈধদের ঠিকানা ও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও দি সান পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে। এ বিবৃতিতে দেশটিতে থাকা অবৈধ ইমিগ্র্যান্টদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রি মুহিউদ্দিন ইয়াসিন বলেন, এই পরিকল্পনাটি দেশের অবৈধ ইমিগ্র্যান্ট মোকাবেলা বা তাদের খুঁজে বের করার লক্ষ্যে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কৌশলগত সহযোগিতা অন্তর্ভুক্ত করা হবে। এতে রাজ্য সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, গ্রাম কমিউনিটি ম্যানেজমেন্ট কাউন্সিল এবং গ্রাম উন্নয়ন ও নিরাপত্তা কমিটির ভূমিকাও অন্তর্ভুক্ত থাকবে।