প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। বৃহস্পতিবার বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের যৌথ বিবৃতিতে এ সংশয় প্রকাশ করেন।
তারা বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ২০ হাজার ১৯০ কোটি টাকার মধ্যে যে ২১১ লাখ কোটি টাকার অধিক উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে তার বিরাট অংশই লুট হবে।
বাজেট সঠিকভাবে কাজে লাগাতে হলে বাজেট ও প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে এর সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করা যায়নি, ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।
জেএসডির দুই শীর্ষনেতা অভিযোগ করেন, বাজেটে দেশের আয়-উপার্জনহীন নিম্নবিত্ত মানুষ, এতিম, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা ও দুস্থ নারীদের জন্য নামমাত্র মূল্যে রেশন ও চিকিৎসার ব্যবস্থা রাখা আজ একান্ত প্রয়োজন, অথচ তা রাখা হয়নি।
রাষ্ট্র-প্রশাসনিক ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার করে নতুনভাবে বাজেট প্রণয়ন করে উপস্থাপনের দাবি জানান তারা।
সূত্রঃ নতুন সময়