সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুললে সরকারবিরোধী স্বাধীনতার পক্ষের যতো দল আছে সকল দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
সোমবার (১০ জুন) বিকেল ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্রিয়ারিং ও সমন্বয় কমিটির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একথা জানান আ স ম আবদুর রব।
জেএসডি সভাপতি বলেন, ‘বৃহত্তর ঐক্য হবে। স্বাধীনতার পক্ষে সরকার বিরোধী যতো রাজনৈতিক দল আছে সবাইকে বৃহত্তর ঐক্য গড়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট এই স্বৈরাচারি সরকারের হাত থেকে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবো।’
এই লক্ষ্যে খুব শিগগিরই করণীয় নির্ধারণ করতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি, তিনি অত্যান্ত অসুস্থ। তিনি যেখানে চিকিৎসাধীন সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বোমা পাওয়া গেছে, তাঁর (খালেদা জিয়া) জীবন হুমকির মুখে। হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে বন্দি, লক্ষ লক্ষ মামলা। বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আল্টিমেটাম প্রসঙ্গে রব বলেন, ‘এই ঐক্য কোনও দলে নয়, কোনও মানুষের নয়, এই ঐক্য জনগণের ঐক্য, জাতীর ঐক্য। ফলে এই ঐক্য অব্যাহত থাকবে।’
এর আগে বিকেল ৪টায় রাজধানীর উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, শহিদ উদ্দীন আল মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতীক, গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়্যিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।