‘যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন’

বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। এর আগেও বিভিন্ন সময়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় নুরের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ছিল। তখন গুরুত্বর আহত হয়ে বেশকিছুদিন হাসপাতালেও ছিলেন।

এদিকে রোববার (২৭ মে) বগুড়ায় ফের ভিপি নুরের উপর হামলার ঘটনার পর বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন।

যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘ছাত্রলীগ মারতে মারতে নুরুল হক নুরুকে ডাকসুর ভিপি বানিয়ে দিয়েছে। আর কী বানাতে চান? ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার আয়োজন পন্ড করেছেন, বগুড়ায় মেরেছেন। কেন? নুরের অপরাধ কী? ডাকসুর ভিপি হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও নুরুল হক নুরের দেশের যে কোনো জায়গায় যাওয়ার, ইফতার করার অধিকার আছে। বেআইনী কিছু হলে, সেটা দেখার জন্য পুলিশ আছে। ছাত্রলীগকে কে এই ক্ষমতা দিয়েছে, নুরকে ঠেকানোর, আইন হাতে তুলে নেয়ার? একটা কথা বলি যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন। ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় যারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ইফতার আয়োজন পন্ড করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

তার এই স্ট্যটাসে প্রতিবাদী অনীক নামে একজন মন্তব্য করেছেন, ‘মারতে মারতে ভিপি বানাইছে’ এই অংশটুকু গ্রহণযোগ্য নয়। তার যথেষ্ট যোগ্যতাও ছিল। শত অন্যায়ের মাঝে সেই প্রতিবাদী ছিল। এখনো ডাকসুর প্রতিবাদকারী ধরলে তাকেই ধরা যায়। ঐ লাইনগুলো বলে তার যোগ্যতাকে খাটো করাটা মেনে নিতে পারছি না।

শাখাওয়াত হোসেন শায়ান্ত নামে অপর একজন মন্তব্য করেছেন, কয়েকদিন আগেই শুনলাম প্রধানমন্ত্রী তার মা। তারপরও নূরকে মারার সাহস দেখায় ছাত্রলীগ! যদি ছাত্রলীগের ওপর রাগ করে প্রধানমন্ত্রী এবার নূরকে মন্ত্রী বানিয়ে দেন?