বাবা-মায়ের কবরের পাশে শায়িত কুমিল্লার প্রবাসী জসিম, জানাযায় মানুষের ঢল

ভাগ্য পরিবর্তনের আশায় আঠারো বছর বয়সের পূর্বে দুবাই পাড়ি জমিয়েছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নলকূড়ি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জসিম উদ্দিন (৩৬)। প্রবাস জীবনের দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে একসময় জীবনে আসে কিছুটা ছন্দ।বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রাকিব নামের ফুটফুটে একটি সন্তান আসে তার ঘরে।আমিরাতের আল-আইন এলকায় সুদীর্ঘ সময় থাকা এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সুপরিচিতি ব্যাপক ছিল।১৭ মে শুক্রবার ভোর ৬ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অ্যাম্বুলেন্স যোগে তার লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছে বেলা প্রায় ২টায়।

লাশ বাড়িতে আসার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।সরজমিনে দেখা গেল নিহতের মরদেহ টি একটি নজর দেখার জন্য আশেপাশের দূর দূরান্ত থেকে আসা মহিলাদের ভিড়ের মাজে তিল ঠাই পরিমাণ জায়গা ছিলোনা।একটি মাত্র সন্তান রাকিব লাশের কফিন এর বক্সের সামনে কখনো দারিয়ে কিংবা বসে দৌড় দিয়ে এদিক সেদিক চুটতেছে কিন্তু নিয়তির নির্মম পরিহাস অবুঝ এই সন্তান অনুভব করতে পারছেনা জন্মদাতা পিতা এমনই দেশে যাচ্ছেন যেখান থেকে আর ফিরে আসবেনা।

শুক্রবার বিকাল ৪ টায় জসিম এর নিজ গ্রামের স্থানীয় নলকুড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এখানকার উপস্থিতি দেখেও সবাই অবাক।পবিত্র মাহে রমজানের রোজা রেখে শেষ বিদায় জানাতে জসিম এর জানাযায় মানুষের ঢল নামে।

এমন অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যু তে জানাযার নামাজে উপস্থিত হয়ে প্রবাসী জসিম উদ্দিন এর আত্মার মাগফেরাত কামনায় আলোচনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই বাবলু, কাউন্সিলর আব্দুর ছাত্তার, উপজেলার দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জামাল প্রধান, যুগ্ম আহবায়ক আবু তাহের মেম্বার সহ আরো অনেকে।জসিম উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফেরাত কামনা করেন হুমায়ন কবির।

উক্ত জানাযার নামাজে এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মজুমদারের স্মৃতি বিজড়িত স্থানীয় কালির বাজার বন্ধু মহলের সদস্য মিজানুর রহমান, জাকির হোসেন, মাষ্টার আব্দুর রাউফ, সাংবাদিক এম এ হাসান, মনির হোসেন, খালেদ সাইফুল্লাহ, ইমরান হোসেন এবং একমাত্র বেশী সময় পাশে থেকে কাটানো ভাই দুবাই ফেরত সুমন মজুমদার সহ আরো অনেকে যাদের সাতে জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিন। এছাড়া মরহুমের আত্মীয় স্বজন এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা শেষে পারিবারিক সিদ্ধান্তে স্থানীয় জোলাই সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান প্রকাশ দরবেশ হুজুরের ইমামতিতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা ও বাবার পাশে শায়িত হলেন এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।উল্লেখ্য এর আগে গত ৭ মে আমিরাতের আল-আইন এলাকায় একটি হাসপাতালে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন জসিম উদ্দিন। ১০ দিন পর তার মরদেহ দেশে আনা হয়।