বাংলাদেশের শ্রমমন্ত্রী ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সাথে প্রবাসীদের ব্যাপারে যে আলোচনা হলো!

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং মানব সম্পদ মন্ত্রী কুলাসেগারেনের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি বৈঠক করছেন।

মঙ্গলবার মালয়েশিয়া দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হলো।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৩০ মে আবারো দুই দেশের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে।

বাংলাদেশ মিশন বলছে মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনা হয়েছে। খুব-শীগ্রই শ্রম বাজার উম্মুক্তসহ সকল প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারবো বলে আশা করছি।

মালয়েশিয়া সরকার সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের সাথে আমাদের সম্প্রীতিপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জন্য শ্রম বাজার উম্মুক্তসহ অবৈধ শ্রমিকদের বিষয় মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।