২৪ তারিখের গণশুনানিতে সব প্রকাশ হবে, প্রধান বিচারক হবেন ড. কামাল!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করতে যাচ্ছে তাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

আজ বুধবার জোটের শীর্ষনেতা কামাল হোসেনের সভাপতিত্বে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। রব বলেন, আমরা আগামী ২৪ তারিখ গণশুনানি করবো। সেই বিষয়ে আমাদের আগামী রবিবার প্রস্তুতি সভা রয়েছে। প্রস্তুতি সভায় আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

আ স ম আবদুর রব বলেন, ‘মানুষের মুখ বন্ধ হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে— এটা কী হলো? পৃথিবীর ইতিহাসে যেটা ঘটেনি, সেটা বাংলাদেশে ঘটেছে। আগামী ২৪ তারিখে আপনাদের সহযোগিতায় এটা উলঙ্গ করে দেওয়া হবে। এই যে বলছে, মেজরিটি জনগণ ভোট দিয়েছে। ভোট দিয়েছে না ডাকাতি করেছে, সেদিন গণশুনানিতে বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ২৯/৩০ তারিখে ভোট হয়নি, ভোট ডাকাতি হয়েছে। বাংলাদেশের জনগণকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। সেই জন্য আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, নির্বাচনি এলাকায় যোগাযোগ করে ভোটার, জনগণ যারা নিগৃহীত হয়েছেন, তাদেরকে আহ্বান করব আসার জন্য। আপনাদের সহযোগিতায় আগামী ২৪ তারিখের গণশুনানি অত্যন্ত সফল হবে।’

আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলো ছাড়া বাকি সব রাজনৈতিক দলকে শুনানিতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান রব। দলীয় লোক হয়েও গণআদালতের প্রধান বিচারক কীভাবে হবেন ড. কামাল হোসেন- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, “আমি ওই আদালতের বিচারক হবো কি না, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যৌথ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

সূত্র: সময়ের কণ্ঠস্বর