নেইমার-এমবাপে-কাভানিদের কার কত মাসিক বেতন ….জেনে নিন

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তির পাশাপাশি বিশাল অঙ্কের বেতনের টোপ ফেলেই বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নিয়েছে পিএসজি। এটা সবার জানা। কিন্তু পিএসজিতে নেইমারের বেতন ঠিক কত?

আক্ষরিক অঙ্কটা জানা যায়নি এতদিন। তবে এবার জানা গেল। গোপন তথ্যটা ফাঁস করে দিল ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল।’ ব্যালন ডি’অরের প্রবর্তক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজিতে নেইমারের মাসিক বেতন কাঁটায় কাঁটায় ৩৬ লাখ ইউরো! বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৩৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৪৩৩ টাকা মাত্র!

এই হিসেবে তার বার্ষিক বেতন ৪ কোটি ৩২ লাখ ইউরো বা ৪১০ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ২০৩ টাকা মাত্র! শুধু এক নেইমারের নয়। সম্প্রতি ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। সেখান থেকে ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ ২০ জনের একটা ফটো প্রতিবেদন করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা।

যে তালিকায় পিএসজির খেলোয়াড়দের একচ্ছত্র দাপট। ফ্রেঞ্চ লিগে পিএসজির আধিপত্য স্পষ্ট। তবে মাঠের দ্বৈরথের চেয়েও পিএসজির দাপট বেশি খেলোয়াড়দের বেতনের তালিকায়। লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ ৬ জনই পিএসজির! তালিকার শীর্ষ ১০-এর ৯ জনই পিএসজির!

বেতন প্রাপ্তিতে নেইমারই যে ফ্রেঞ্চ লিগে সবার শীর্ষে সেটি অনুমিতই। দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান ফরাসি বিস্ময়বালক কিলিয়ান এমবাপে। পিএসজিতে সদ্যই ২০-এ পা দেওয়া এই তরুণের মাসিক বেতন ১৭ লাখ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় ১৬ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৭৯৭ টাকা।

সর্বোচ্চ বেতন প্রাপ্তিতে এমবাপের পরই আছেন এডিনসন কাভানি। উরুগুইয়ান ফরোয়ার্ডের মাসিক বেতন ১৫ লাখ ইউরো বা ১৪ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা। ৪ নম্বরে পিএসজিরই ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। বর্ষিয়ান এই ডিফেন্ডার মাসে বেতন পান ১১ লাখ ৬০ হাজার উইরো বা ১১ কোটি ২ লাখ ৪০ হাজার ৯৫ টাকা।

তালিকার পরের নামটি একজন আর্জেন্টাইনের। তিনি অ্যাঙ্গেল ডি মারিয়া। এই আর্জেন্টাইন তারকার মাসিক বেতন কাঁটায় কাঁটায় ১১ লাখ ইউরো বা ১০ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ২১ টাকা। ৬ নম্বরে পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তার মাসিক বেতন ৭ লাখ ৫০ হাজার ইউরো।

পিএসজির খেলোয়াড়দের বেতন দাপটের রাজ্যে হানা দিয়ে তালিকার ৭ নম্বরে ঢুকে পড়েছেন রাদামেল ফ্যালকাও। মোনাকোর এই কলম্বিয়ান ফরোয়ার্ডের মাসিক বেতনও বুফনের সমান ৭ লাখ ৫০ হাজার ইউরো। মানে বাংলাদেশী মুদ্রায় ৭ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৯২৩ টাকা মাত্র!

বুফন-ফ্যালকাওয়ের পর আছেন পিএসজির ফরাসি গোলরক্ষক আলফোনসে আরেওলা, ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস ও মারুকইনহোস। এই তিনজনেরই বেতন সমান। কাঁটায় কাঁটায় ৭ লাখ ইউরো বা ৬ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ১৯৫ টাকা করে।

শীর্ষ ২০-এর মধ্যে সবচেয়ে কম বেতন যার, পিএসজির সেই তরুণ জার্মান ডিফেন্ডার থিলো কেহরের মাসিক বেতনও ৪ লাখ ৬০ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় ৪ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৮৯৯ টাকা মাত্র! মানে একটু নাম কামালেই কাড়ি কাড়ি টাকা।

সবকিছু ছেড়ে ছুড়ে ফুটবলার হবেন নাকি?