মালয়েশিয়া প্রবাসীরা সাবধান: শুরু হয়েছে ভয়াবহ অভিযান, আটক ৬৮ বাংলাদেশি

চীনা নববর্ষের ছুটির দিনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুলিশের অভিযানে শতাধিক প্রবাসী আটক হয়েছেন, যাদের ৬৮ জনই বাংলাদেশি। নববর্ষের এই ছুটির মধ্যে রাজধানীতে ঘুরতে এসে এর আগেও প্রবাসীরা আটক হয়েছেন। মঙ্গলবার কুয়ালালামপুর সিটি সেন্টারে ওই অভিযানে ৫৩৫ বিদেশি কর্মীর কাগজপত্র পরীক্ষা করে ১২৩ জনকে আটক করে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জোয়াইমীর বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক স্টার-এর অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, আটকদের মধ্যে বাংলাদেশিদের বাইরে ৩৬ জন ইন্দোনেশিয়ার, নয়জন নেপাল, সাতজন মিয়ানমার এবং ভারত, পাকিস্তান ও ইয়েমেনের একজন করে নাগরিক রয়েছেন।

পরিচয়পত্র না থাকা, অবৈধভাবে প্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থানের কারণে তাদের আটক করা হয়েছে। আটকের পর সবাইকে ইমিগ্রেশন পুলিশের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। খাইরুল জোয়াইমী জানান, অবৈধ শ্রমিক গ্রেপ্তারের লক্ষ্যে গত জানুয়ারিতে অভিবাসন বিভাগ সারা দেশে এক হাজার ৩৫৩টি অভিযান চালিয়ে বিভিন্ন দেশের মোট পাঁচ হাজার ৯১ জনকে গ্রেপ্তার করেছে।

তাদের মধ্যে কোন দেশের কত জন, তা জানাননি তিনি। অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে ৮৩ জন মালয়েশীয়কেও আটক করা হয়েছে।