রাজনীতি থেকে বিদায় নিলেই চিরবিদায় শাজাহান খান

মন্ত্রণালয়ে আমার আজ শেষ কার্যদিবস বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ৭ জানুয়ারি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাজাহান খান বলেন, আমি বিদায় নিচ্ছি না, রাজনীতি থেকে বিদায় নিলেই চিরবিদায়। রাজনীতি যতক্ষণ করছি ততক্ষণ আমি মনে করি, আজকে মন্ত্রী আছি কালকে থাকব না। জনগণের পাশে থাকব, তাদের জন্য কাজ করব।’

মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব বাস্তবমুখী। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।

নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে শাজাহান খান বলেন, নতুন অনেকে আজকে মন্ত্রিসভায় এসেছেন। সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জীবিত থাকা পর্যন্ত হয়ত হবোও। যারা নতুন আসছে, তাদের যে উদ্দীপনা-শক্তি সেটাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী অনেককে নিয়ে এসেছেন। তারা অত্যন্ত যোগ্য।’

তিনি বলেন, আমার মেয়াদে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

খবর সুত্রঃ