ছুটির দিনে সরকারি গাড়ি ব্যবহার করেন না উপমন্ত্রী!

সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) সরকারি গাড়ি ব্যবহার করেন না পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

উপমন্ত্রী বলেন, আমরা সকল প্রকৌশলী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছি দ্রুততার সাথে, সততার সাথে এবং দক্ষতার সাথে কাজ করার জন্য। কারণ আমাদের এবারের নির্বাচনী ইশতেহারের প্রথমেই বলা আছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে চাই। আমরা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কাজ করতে চাই।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপমন্ত্রী।

এনামুল হক বলেন, উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুক্র ও শনিবার সরকারি গাড়ি ব্যবহার করিনি। আমার নিজের একটি প্রাইভেট কার আছে সেটি ব্যবহার করি। আমি উপমন্ত্রী হিসেবে দুটি গাড়ি পাওয়ার কথা, আমার একটি গাড়ি হলেই চলে। সেটিও আমাকে পিক অ্যান্ড ড্রপ দেয়। সচিবালয়ে আসি এবং নিয়ে যায়, তারপর থেকেই বাসার গাড়ি ব্যবহার করি।

তিনি আরও বলেন, আমি যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার কাছে অনেক মেহমান আসবে। আমি বলেছি, মন্ত্রণালয় থেকে কোন চা খাওয়ানোর ব্যবস্থা নেই। আমি নিজে যতটুকু সম্ভব করি।

পানিসসম্পদ উপমন্ত্রী আরও বলেন, আমি একটি বিষয় দেখেছি যে, আমাদের নামে অনেকে উপমন্ত্রী সেজে…এর মধ্যে মানিকগঞ্জের ডিসিকে এনামুল হক শামীম পরিচয়ে ফোন দিয়েছে। সে (ডিসি) আমার পরিচিত, আপনি করে বলায় সে একটু বিব্রত হয়েছে।

কারণ তার সাথে আমি তুমি করে কথা বলি। আমার পিএস সাহেবকে তিনি (ডিসি) ফোন করেছেন যে আমি তাকে ফোন করেছিলাম কিনা। আমরা তাকে (উপমন্ত্রী পরিচয়ে ফোন দেয়া ব্যক্তিকে) ধরে ফেলেছি। একটি তদবিরের জন্য তিনি এটি করেছিলেন। এরকম আরও দু’একটি শোনা যাচ্ছে। সূত্র: সমকাল।