এমপি নিক্সনকে ফুল, বহিষ্কার হচ্ছেন চেয়ারম্যান শফিক!

ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজি শফিকুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন স্বাক্ষরিক এক চিঠিতে এ সুপারিশ করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবার লেখা চিঠিতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি সদরপুর আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক কাজি শফিকুর রহমানের বহিষ্কারের সুপারিশ অনুযায়ী জেলা আওয়ামী লীগ ১০ জানুয়ারি তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর চিঠি দেয়।

কিন্তু, ওই চিঠির কোনো জবাব না পাওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ (ক) ধারায় দোষী গণ্য করে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হলো।

এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘সদরপুরের সাধারণ সম্পাদক কাজি শফিকুর রহমান দলীয় বিধি অমান্য করে স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে তার সঙ্গে যোগদান করেন। এতে দলের ভারমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে বহিষ্কারের সুপারিশ করে, তা জেলা কমিটিকে অবহিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘চলমান সময়ে সদরপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির এ ছত্তার।’

এ বিষয়ে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজি শফিকুর রহমান বলেন, ‘আমাকে বহিষ্কার করার অধিকার শুধু দলীয় প্রধান শেখ হাসিনার রয়েছে। অন্য কেউ তা করলে আমি মেনে নেব না।’–পরিবর্তন