কুয়েতে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার খবর গুজব

কুয়েত সরকার অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েত টাইমস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে বসবাসকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার।

কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিভাগ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সংবাদ অসত্য এবং এ বিশ্বাস যোগ্যতার অভাব রয়েছে। এ ধরনের ঘোষণার আগে সরকার সচেতনামূলক কর্মসূচি ঘোষণা করে থাকে।

এই গুজবের বিষয়ে রোববার কুয়েতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এক বিবৃতি দিয়েছে।

দূতাবাসের কাউন্সিলর মোঃ আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে কর্মরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো হচ্ছে এ বছর কুয়েত সরকার কোনো সাধারণ ক্ষমা ঘোষণা করেনি।

বিষয়টি সম্পূর্ণ গুজব উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।