বিরোধী দলের নির্বাচনে না যাবার সিদ্ধান্তটি গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা: আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, নির্বাচনে অনিয়মের কথা বলে বিরোধী দল বলছে নির্বাচনে যাবেন না। তাদের এই সিদ্ধান্তটি গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা। সাধারণ মানুষের রায়কে মেনে নিয়ে আন্দোলন ও সংগ্রাম করবেন।

আজ গণমাধ্যমের যে বিস্তার ঘটেছে, যে কথাগুলো বিরোধী দল বলছে সব গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে এবং সেখান থেকেই জনগণ বুঝতে পারছে পরিস্থিতি কী অবস্থানে আছে। জনগণ সমর্থন করলে সত্য যে দিকে আছে, সেদিকেই সমর্থন যাবে। জনগণের প্রতি আস্থা রেখে যদি বিরোধী দল তাদের রাজনৈতিক দিকনির্দেশনা দেয় তাহলে তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে। সোমবার রাতে যমুনা টেলিভিশনের ‘২৪ ঘণ্টা’ টকশোতে তিনি এসব কথা বলেছেন।

আরেফিন সিদ্দিক বলেন, আমরা সকলেই গণতন্ত্রে সবসময় বিশ্বাস করি, সেখানে জনগণের সমর্থন ছাড়া কারো পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব না। আর জনগণ বিপক্ষে গেলে কোনো অবস্থাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই জনগণকে সবার আগে গুরুত্ব দিতে হবে।

এই বিষয়গুলো জনগণ ছাড়া কি মহাজোট নির্বাচিত হয়েছে? মানুষের মধ্যে এমন একটি অবস্থান তৈরি হয়েছিলো যে ঢাকা ছেড়ে ভোট দেবার জন্য নিজ নিজ এলাকায় চলে গিয়েছে। সরকারের প্রতি যে জনসমর্থন সে কারণেই এই নির্বাচন সুষ্ঠু হয়েছে।–আমাদের সময়

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে