মালয়েশিয়ান পুলিশের বিরুদ্ধে এবার অ্যাকশনে প্রবাসী বাংলাদেশি

বৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া এবং পাসপোর্টের মেয়াদ থাকার পরও গ্রেপ্তার হওয়ায় সে দেশের পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোয়াজ্জেম হোসেন নামের এক বাংলাদেশি। গত ১ অক্টোবর অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার পুলিশ। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার পাসপোর্ট বৈধ ছিল।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশি কর্মীদের কাজ করার অনুমতি প্রদানের যে প্রক্রিয়া ঘোষণা করেছে, সে প্রক্রিয়ায় বৈধতা পেতে নিবন্ধনও নিয়েছিলেন এই বাংলাদেশি । তারপরও মালয়েশিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে বৈধতা পেতে নিবন্ধন আবেদন প্রক্রিয়াধীন থাকার সূত্রে আটক অভিবাসী কর্মীকে মুক্তি দিয়েছিলো মালয়েশিয়ান আদালত। সেই সুবাদে মোয়াজ্জেম হোসেনকে আদালত মুক্তির আদেশ দেয়। এদিকে মোয়াজ্জেম হোসেন পুলিশের হয়রানির যে মামলা দায়ের করেছেন তার প্রক্রিয়া শুরু হতে পারে ১৫ জানুয়ারি থেকে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিহায়ারিং প্রোগ্রামে’ নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন সাত লাখেরও বেশি অভিবাসী কর্মী। তবে এ প্রক্রিয়ায় সফলভাবে নিবন্ধিত হতে পেরেছেন মাত্র এক লাখ ১০ হাজারের কিছু বেশি।