অবশেষে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ পরিবারের প্রার্থী হলেন যিনি

নির্বাচন কমিশন(ইসি)-র তফসিল ঘোষণার এক দিনে মাথায় কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফের ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২৫ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত চলবে এ মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেয়ার কাজ।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে