হঠাৎ কেন সিঙ্গাপুর যাচ্ছেন কামাল-এরশাদ?

মাত্র একদিনের ব্যবধানে সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল হোসেন এবং হুসেইন মুহম্মদ এরশাদ।

এদের মধ্যে ড. কামাল হোসেন বিএনপি-জামায়াত নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি। আর হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান।

রাজনৈতিক অঙ্গণে দুই নেতা প্রতিপক্ষ হলেও সিঙ্গাপুরে তাদের যাওয়ার উদ্দেশ্য অভিন্ন।

বয়সের ভারে ন্যূব্জ এই দুই নেতা মেডিকেল চেক-আপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চিকিৎসার জন্য আজ শনিবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল হোসেন।

এর একদিন পর রোববার দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ড. কামাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, ‘মেডিকেল চেকআপ করাতে ড. কামাল স্যার এক সপ্তাহের জন্য আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন।’

এদিকে, নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরশাদের সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং তার স্ত্রী রুখসানা খান মোর্শেদ।–পরিবর্তন