হাসপাতালে প্রবাসী বাংলাদেশীকে দড়ি দিয়ে বাধা ছবি নিয়ে তোলপাড়!

প্রতিনিয়ত জিবিকার তাড়নায় অসংখ্য মানুষ এখন ছুটে চলেছে প্রবাসে। কিন্তু সেখানে গিয়ে অনেক বিপাকে পড়তে হয় অনেকেই মাঝে মধ্যে।

জাপানে আশ্রয়প্রার্থী এক বাংলাদেশিকে হাতকড়া পরিয়ে ও দড়ি বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এ নিয়ে সেখানে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আটক ওই বাংলাদেশির নাম মাহরুফ আবদুল্লাহ। ছবিতে দেখা যায়, কয়েকজন ইউনিফর্ম পরা অভিবাসন কর্মকর্তা তার কোমরে দড়ি ও হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাচ্ছে। ছবিটি তোলা হয় গত বছরের অক্টোবর মাসে।

আসাহি ওদা নামের একজন অভিবাসী অধিকারকর্মী প্রথম এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ৩৬ বছর বয়সী আবদুল্লাহ তার ছবি তোলার ও শেয়ারের অনুমতি দিয়েছেন। তিনি বলেন, আমি কোনো সন্ত্রাসী না।

এটি আমার জন্য অপমানজনক। টোকিওর কর্মকর্তারা জানিয়েছেন, তাকে বেঁধে রাখা জরুরি নইলে সে পালিয়ে যেতে পারে। তার ছবিটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। সেখানে একজন মন্তব্য করেছে, আমার কাছে একে নির্মম মনে হচ্ছে কারণ ওই ব্যক্তি কোনো খুনি নন।

প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া অনুসরণ ছাড়া কেউ যদি জাপানে আশ্রয় প্রার্থনা করে তাহলে দেশটি চাইলে তাকে আটক করতে পারে। তাকে ফেরত পাঠানোর আগ পর্যন্ত তাকে আটকে রাখা হয়।