মির্জ‌া ফখরুলকে বার্তা দিলেন খালেদা জিয়া

জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আর মার্চের প্রথম দিকে এ নির্বাচন শুরু হবে।

এদিকে আসন্ন উপ‌জেলা নির্বাচ‌ন নি‌য়ে ২০ দল ও জাতীয় ঐক্যফ্র‌ন্টের শ‌রিক‌দের মতামত জানার পর দ‌লীয় সিদ্ধা‌ন্ত নেবে বিএন‌পি। শিগ‌গিরই দু‌ই জো‌টের স‌ঙ্গে বৈঠ‌ক করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার রাতে দলের চেয়ারপারস‌নের গুলশা‌ন রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য‌দের এক বৈঠ‌কে এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠক চ‌লে সা‌ড়ে ৯ টা পর্যন্ত।

এদি‌কে বৈঠ‌কের প্রসঙ্গে দলের একজন স্থায়ী কমিটির সদস্য ব‌লেন, গত রোববার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে শুনানির সময় চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার স‌ঙ্গে অল্প কিছুক্ষন কথা ব‌লে‌ছেন মহাস‌চিব। কি কথা হ‌য়ে‌ছে তা দলের স্থায়ী কমিটির সদস্য‌দের বৈঠ‌কে অব‌হিত ক‌রেন মির্জ‌া ফখরুল। চেয়ারপারসন দল‌কে ঐক্যবদ্ধ রাখতে ব‌লে‌ছেন। পাশাপা‌শি যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ২০ দল‌ ও ঐক্যফ্রন্টের স‌ঙ্গে পরামর্শ করার জন্য ব‌লে‌ছেন। বি‌শেষ ক‌রে ২০ দ‌লের শ‌রিক‌দের স‌ঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার নির্দেশ দি‌য়ে‌ছেন।

বিএন‌পি মহাস‌চিব মির্জ‌া ফখরুল ইসলাম আলমগীরের সভাপ‌তি‌ত্বে বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন- স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।–সমকাল