মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের ভুলের শিকার অসহায় বাংলাদেশি প্রবাসী

কয়েক দিন আগে কুয়ালালামপুরের সেরডাং এলাকায় সাউথ সিটি শপিং মলে অভিযান চালিয়ে বহু বিদিশি নাগরিককে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।

সেখানে এক বাংলাদেশিকে বৈধ হওয়া সত্বেও আটক করে নিয়ে যায় অভিবাসন বিভাগ। পরে তারা অনলাইনে ভিসা চেক করে জানায় ভিসা কপির ছবির সাথে অনলাইনের ছবির মিল নাই কিন্তু বাকি সব টিক আছে।

তাকে দুই নাম্বার ভিসা বহনের মিথ্যা অভিযোগ এনে ব্যাপক নির্যাতন শুধু ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। উনার দাবির পেক্ষিতে দ্বিতীয়বার চেক করার পর তারা দেখতে পায় সব কিছু টিক আছে। প্রায় ২০ ঘন্টা আটক রাখার পর তাকে শাহ আলম ইমিগ্রেশন বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়।

কথা হল যদি কোন শ্রমিক অবৈধ বা তার কাগজ পত্রে কোন সমস্যা থাকে তাহলে তাকে পিটানোর কোন অধিকার কি মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশ রাখে?

আপনাদের মতামত কামনা কারছি…