মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য রইলোনা আর কোনো সুযোগ

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি অভিবাসীদের রি-হাইয়ারিং বা বৈধকরণ প্রক্রিয়া শেষ হলেও গুঞ্জন ছিলো যে আবারও বৈধ করণ প্রক্রিয়া শুরু হবে ৷ বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গুঞ্জন ছিলো ২০১৯ সালের জানুয়ারি মাসেই এ সুযোগ আসতে পারে৷ নতুন বছরের শুরুর দিকে অবৈধ বিদেশী কর্মীদের ভাগ্যে কি থাকছে সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকার৷

বুধবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ জামান জানিয়েছেন, আর কোন বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া৷ তিনি বলেছেন, ঘন ঘন বৈধকরণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক সংস্কৃতি হতে পারে ৷ অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থোপার্জনের জন্য অবৈধ হয়ে যায়৷

এ বিষয়ে মোহাম্মদ আজিজ বলেন, অবৈধ অভিবাসী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নীতিমালা সংশোধন ও সুসংহত করার লক্ষ্যে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে তার মন্ত্রণালয় কাজ করছে৷