দেবরের পর ভাবিও হলেন জাপা এমপি

গত তিনটি নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টির দখলে। এবারের নির্বাচনে এই আসন থেকে লাঙ্গলের প্রার্থী কে হবেন তা নিয়ে প্রতিযোগিতা হয়েছে ওসমান পরিবারে। সাংসদ সেলিম ওসমান এবং তার বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান মনোনয়ন চান।

শেষ পর্যন্ত দেবর সেলিম মনোনয়ন পেলেও বঞ্চিত হন ভাবি পারভীন। তবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বঞ্চিত করলেন না পারভীন ওসমানকেও। তাকে করা হয়েছে সংরক্ষিত আসনের সাংসদ।

বুধবার একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে চারজনকে মনোনয়ন দিয়েছে এরশাদ। তাদের সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অনুরোধ জানিয়েছেন তিনি। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

জাপা থেকে সংরক্ষিত আসনের বাকি সদস্যরা হলেন শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) ও মনিকা আলম (ঝিনাইদহ)।

গত ৩০ ডিসেম্বর জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবে ভোটে অংশ নেয়। এই নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। জাতীয় পার্টি এককভাবে পেয়েছে ২২টি আসন। গত সংসদে জাতীয় পার্টি সরকারে ও বিরোধী দলে থাকলেও এবার দলটি বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

গতবার স্ত্রী রওশনকে বিরোধী দলীয় নেতা করলেও এবার এরশাদ নিজেই রয়েছেন সেই পদে। আর ছোটভাই জি এম কাদেরকে করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা। আগামী ৩০ জানুয়ারি শুরু হবে সংসদের প্রথম অধিবেশন।

সূত্র: ঢাকাটাইমস