বিএনপি থেকে বেরিয়ে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, অপরাজনীতি থেকে দূরে থাকতে বিএনপি থেকে বেরিয়ে এসেছি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে বিএনপির সাবেক এ নেতা বলেন, ‘অপরাজনীতির প্রস্থান ও নতুন অধ্যায় তৈরি করা কোনো ঘটনা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া অব্যাহত রাখতে চাইলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরও চালিত করতে হবে।’
শমসের মবিন বলেন, ‘শুধু চেতনা নয়, নৈতিক মূল্যবোধ হিসেবে নিতে হবে। তবেই সামনে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। মুক্তিযুদ্ধের বিরোধী চেতনার অপশক্তিকে আশ্রয় দিতে গিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অনেক লড়াকু সৈনিকও হেরে গেলেন গত ৩০ তারিখের নির্বাচনে।’
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) জানতেন ভোটের মাধ্যমে তারা জিততে পারবেন না। জনগণ তাদের অগ্রাহ্য করবে। বিপুল ভোটে তারা পরাজিত হবে। কিন্তু চেষ্টা করলে ২০/৩০টা আসন পেতে পারতেন। কিন্তু তারা সে চেষ্টাও করেননি। টাকা পয়সাও খরচা করেননি।’