মন্ত্রীত্ব না পেয়ে যা বললেন প্রথমবারের এমপি নায়ক ফারুক

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ফারুক প্রথমবার নির্বাচন করেই এমপি হয়েছেন। এরপর থেকেই প্রত্যাশা বেড়ে যায় ফারুক ভক্তদের। তারা দাবি করেন, ফারুককে মন্ত্রীসভায় যুক্ত করা হোক। এমনকি তাকে সংস্কৃতি মন্ত্রনালয়ে দেওয়ার জন্যও দাবি ওঠে ফেসবুকে।

তবে আজ রবিবার মন্ত্রীদের যে প্রাথমিক তালিকা প্রকাশ পেয়েছে তাতে নাম নেই নায়ক ফারুকের। তবে তাতে হতাশ নন বাংলা সিনমার জনপ্রিয় এ নায়ক। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘মন্ত্রিত্ব কোনো ছেলেখেলা বা আবেগের বিষয় নয়। দল বা সরকার প্রধান যাদের উপর নির্দিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপারে আস্থা রাখবেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন।’

ছোটবেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে অনুপ্রানিত ছিলেন ফারুক। তিনি আওয়ামী লীগের হয়ে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন বহুদিন। তারই স্বীকৃতি হিসেবে সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নেন তিনি। ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিতও হয়েছেন।

আর এতেই সন্তুষ্ট প্রকাশ করে ফারুক বলেন, ‘আমি যেটুকু ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি তাতেই অনেক সন্তুষ্ট। তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি আসনে নির্বাচন করে এমপি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি নিজেকে এমপি ভাবতেই আনন্দবোধ করছি। মন্ত্রী হবো কী হবো না সে নিয়ে কোনো ভাবনা নেই।’

জনপ্রিয় এ নায়ক বলেন, ‘নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মন্ত্রিত্ব দেবেন। আমি কাজের মানুষ। কাজ করতে চাই। কাজের ইচ্ছা থাকলে এমপি হিসেবেও অনেক কিছু করা যায়। আমি মন্ত্রিসভায় থাকবো কী না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা শুনছি। আমি বলবো এটা ঠিক হচ্ছে না। তারা আবেগে বলছেন। নেতাদের তারা ভালোবাসেন, সেজন্য আবেগে মন্ত্রিত্ব আসে না। বরং যে নেতার জন্য আবেগ দেখানো হয় তার জন্য এটা বিব্রতকর।’

নায়ক ফারুক বলেন, ‘মন্ত্রিসভায় যারাই আসুক, তাদের সঙ্গে মিলেমিশে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ব্যক্তিগতভাবে আমার যা প্রতিশ্রুতি ছিলো জনগণের কাছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। আমি সিনেমার মানুষ, আমার কাছে সিনেমার মানুষদের অনেক প্রত্যাশা আছে। আমি সেই প্রত্যাশা মেটাতে যেটুকু করা সম্ভব করবো। সংসদে সিনেমার সংকট ও সমাধান নিয়ে কথা বলবো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, নেত্রীর আদর্শ লালন করি আর সেটা নেত্রী বুঝতে পেরে আমাকে এমপি হওয়ার টিকিট দিয়েছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।’