সুবর্ণচরে গণধর্ষণ! আ.লীগকে ক্ষমা চাইতে হবে : মির্জা ফখরুল

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুক্তভোগী নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে ও পরে যে ধরনের নৃশংসতা হয়েছে তা ইতিহাসে বিরল। নোয়াখালীর সুবর্ণচরে যে ঘটনা (এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ) ঘটেছে, এটা যারা ঘটিয়েছে এবং এর পেছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

‘নির্বাচনের নামে দেশে যে প্রহসন হয়েছে এটা দেশকে গণতন্ত্রহীনতা এবং অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ও প্রহসন। জনগণ তা মেনে নেয়নি ও মেনে নেবেও না।

গত ৩০ ডিসেম্বর ভোটের পর রাতে ওই নারীর বাড়িতে হানা দিয়ে তাকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বাদানুবাদের পর রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী।

এই ঘটনায় এখন পর্যন্ত যে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। যদিও প্রথমে দলটি দাবি করেছিল, এই ঘটনাটি রাজনৈতিক নয়।