ভুল ঢাকতে সাংবাদিককে ফাঁসিয়েছেন নির্বাচন কর্মকর্তা?

ফল ঘোষণায় হিসাবে গরমিল করে পরে সে ভুল সাংবাদিকের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা৷ ডয়চে ভেলের কাছে এসেছে সে প্রমাণ৷ রিটার্নিং কর্মকর্তার অডিও সাক্ষাৎকারের সঙ্গে মিলছে না ভিডিওর বক্তব্য৷

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন রাতেই ফল ঘোষণা করা হয় বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনের৷ বিজয়ী হন আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস৷ খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হেলাল হোসেন ঘোষণা করছিলেন খুলনার ছয়টি আসনের ফল৷

নির্বাচিত প্রতিবেদন

ভোটের খবরে সাংবাদিকের হাতে হাতকড়া

নির্বাচনের ফলাফলে ‘গরমিল’ সংক্রান্ত একটি খবর প্রকাশের দায়ে খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে৷ তাঁদের একজনকে মঙ্গলবার আটক করে কারাগারে পাঠানো হয়েছে৷ অন্যজনকে খুঁজছে পুলিশ৷ (01.01.2019)

খুলনা-১ আসনের ফলাফল ঘোষণার সময় আসলে কী হয়েছিল?

জামিনে মুক্ত সাংবাদিক হেদায়েৎ

বাংলাদেশের নির্বাচন নিয়ে জার্মান রাজনীতিবিদের মন্তব্য এবং বাস্তবতা

কতগুলো ‘অস্বস্তি’!

এক নির্বাচনে এত লজ্জা!

অন্য সব আসনে ঠিকঠাক থাকলেও বিপত্তি বাঁধে খুলনা-১ নিয়ে৷ নির্বাচনের পরদিন ৩১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী৷

মামলায় আসামি করা হয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি হেদায়েৎ হোসেন এবং দৈনিক মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামের বিরুদ্ধে৷

পরদিন ১লা জানুয়ারি গ্রেপ্তার করা হয় সাংবাদিক হেদায়েৎকে৷ আদালত তাঁকে কারাগারে পাঠায়৷ পরে আদালত তাঁর তিন দিনের রিমান্ডও মঞ্জুর করে৷ রিমান্ডের শুরুতেই অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ১১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান হেদায়েৎ৷

সাংবাদিকদের বিরুদ্ধে এজাহারে অভিযোগ করা হয়েছে, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘‘ঢাকা ট্রিবিউন-এর বাংলা অনলাইনে এবং মানবজমিন পত্রিকায় ‘খুলনা-১ , মোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে’ শিরোনামে খবর প্রকাশ হয়, যা মিথ্যা এবং অসত্য৷ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার জন্য এই খবর পরিবেশন করেছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ৷”

কিন্তু খুলনায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত স্থানীয় ও ঢাকা থেকে নির্বাচন কভার করতে যাওয়া সাংবাদিকদের বক্তব্যে জানা যায়, রিটার্নিং কর্মকর্তাই দুইবার ফল ঘোষণা করেছিলেন৷

তাঁরা জানান, প্রথমে রাত ৯টার পরে খুলনা-১ আসনের যে ফল ঘোষণা করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা সবাই যার যার অফিসে সেই ফলই পাঠিয়ে দিয়েছিলেন৷ এক ঘণ্টা পরে আবার যখন নতুন করে সেই ফল ঘোষণা করা হয়, সেটা আবার সংশোধন করে পাঠানো হয়েছিল৷

কিন্তু ডয়চে ভেলের পক্ষ থেকে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেনকে টেলিফোনে জিজ্ঞেস করা হলে তিনি দুই বার ফল ঘোষণার কথা বেমালুম অস্বীকার করেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমিই ফল ঘোষণা করেছিলাম৷ তবে খুলনা-১ আসনে দু’বার ফল ঘোষণা বা ভুল সংশোধনের কোনো বিষয় আমার নলেজে নেই৷”

এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার অডিও সাক্ষাৎকার শুনুন নীচে৷

‘দু’বার ফল ঘোষণা বা ভুল সংশোধনের বিষয় আমার নলেজে নেই’

কিন্তু ৩ জানুয়ারি ডয়চে ভেলের হাতে আসে ফল ঘোষণার তিনটি ভিন্ন ভিডিও ফুটেজ৷ প্রথম ফুটেজে দেখা যায়, রিটার্নিং কর্মকর্তা বলছেন, খুলনা-১ আসনে নৌকা পেয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৬৬৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ১৭০ ভোট৷

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে জানান, আগেরবার ১০১ কেন্দ্রের ফল ঘোষণার সময় ধানের শীষ ২৯ হাজারের মতো বলা হয়েছিল৷ পাশ থেকে নীচু স্বরে আরেক সাংবাদিক, দুই মার্কার ভোটের যোগফল যে আসনের মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি হয়ে গেছে, সেটিও মনে করিয়ে দেন৷

তবে ক্যামেরা সার্বক্ষণিক রিটার্নিং কর্মকর্তার দিকে থাকায় প্রশ্নকর্তাদের ভিডিও দেখা যায়নি৷

মিথ্যা বলছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা?

এরপরই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন রিটার্নিং কর্মকর্তা৷ দুই পাশের দুই সহকারীকেও দেখা যায় থতমত খেয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়তে৷ দীর্ঘক্ষণ কাগজে হিসাব মেলানোর চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা যায় রিটার্নিং অফিসারকে৷

দ্বিতীয় ফুটেজে নতুন ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা৷ এবার তিনি বলেন, যাচাইবাছাই করে নিশ্চিত হওয়া গেছে, আওয়ামী লীগ পেয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৫৯ ভোট, ধানের শীষ ২৮ হাজার ৬৩৭ ভোট৷

এবার ভুলে রিটার্নিং কর্মকর্তা ধানের শীষের বদলে ‘নৌকা’ বললেও তা বুঝে নেন উপস্থিত সাংবাদিকরা৷

তৃতীয় ফুটেজে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা৷ এবার অবশ্য ভোটের হিসাব ঠিকই ছিল৷

কিন্তু এবার প্রশ্ন উঠেছে ফলাফল ঘোষণার সময় এত বড় ভুল এবং সাংবাদিকরা সেই ভুল ধরিয়ে দেয়ার পরও কিভাবে রিটার্নিং কর্মকর্তা তা ভুলে গেলেন! শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশে ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার জন্য এই খবর পরিবেশন’ করা হয়েছে– এ অভিযোগে মামলাও দায়ের করে দিলেন সাংবাদিকদের বিরুদ্ধে!–dw.com