‘মন্ত্রী হবেন শেখ তন্ময়’

বঙ্গবন্ধুর পরিবারের সন্তান তরুণ রাজনীতিবীদ শেখ তন্ময়কে মন্ত্রী হিসেবে দেখতে চান বাগেরহাটবাসী। বিশেষ করে তরুণ সমাজ তন্ময়কে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় দেখতে চায়।

রাজনীতির মাঠে নেমেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন তন্ময়। এখন দেশসেবার জন্য প্রস্তুত তিনি। এবার তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন বাগেরহাটবাসী। তাদের প্রত্যাশা, তারুণ্যের প্রতীক তন্ময়কে মন্ত্রিসভায় স্থান দিলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারবেন তিনি।

সরকারি পিসি কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, আমরা তন্ময়কে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় দেখতে চাই। তিনি মন্ত্রী হলে বাগেরহাটে বিশ্ববিদ্যালয় হবে। সম্ভাবনাময় বাগেরহাটকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।

খানজাহান আলী ডিগ্রি কলেজের ছাত্র সুমন আহমেদ বলেন, তরুণরা সবাই ভোট দিয়েছে তন্ময়কে। তাই তরুণদের তন্ময়ের কাছে দাবি একটু বেশি। আমাদের এক নম্বর দাবি বাগেরহাটে কর্মসংস্থানের পরিধি বাড়াতে হবে। এজন্য নতুন নতুন শিল্পকারখানা গড়ে তুলতে হবে। পর্যটনখাতকে বিকশিত করতে হবে। এক্ষেত্রে তিনি মন্ত্রী হলে এসব কাজ সহজ হবে।

উন্নয়ন সচেতন মানুষ বলছেন, উন্নয়নের ক্ষেত্রে বাগেরহাট সদর আসন পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ সবক্ষেত্রে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তন্ময়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছে।

বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।