বিপিএলের শুরুটা ভালোই করল মুশফিকের চিটাগাং ভাইকিংস। উদ্বোধনী ম্যাচেই মাশরাফির রংপুর রাইডার্সকে হারিয়ে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
৯৯ রানের ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে মুশফিকের চিটাগাং। প্রথম চার ওভারেই ফিরে যায় টপ অর্ডারের দুই ব্যাটসম্যান। এরপর আরো ৩ উইকেট হারায় পরের ৮ ওভারের মধ্যোই।
১৩ ওভারের মাঝেই ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়েছে চিটাগাং। এ্ররপর মুশফিক খানিকটা লড়ে গেলেও ম্যাচের ১৭তম ওভারে এসে অপুর বলে তিনি ফিরে গেলে বড় বিপদে পড়ে চিটাগাং।
জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ১৮ বলে ১৪ রান। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি সেই ফ্রাইলিঙ্ক। ২০তম ওভারের প্রথম বলেই্ বাউন্ডারি হাকিয়ে দলকে প্রথম জয় উপহার দেন তিনি।
এর আগে বোপারা-গাজীর চেষ্টার পরেও শতরান করতে পারেনি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ম্যাচ জিততে চিটাগংস ভাইকিংসকে করতে হবে মাত্র ৯৯ রান।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ঝুকতে থাকে দল। এরপর সোহাগ গাজি ও বোপারার ৪৯ রানের জুটিতে কিছুটা ধাক্কা সামাল দেয় তারা।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন বোপারা। ৪৭ বলে ৩ চার ও ২ ছক্কার মারে এ রান করেন তিনি। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গাজী। ৩ চারের মারে ১৭ বলে ২১ রান এসেছে তার ব্যাট থেকে। আর কেউই ন্যুনতম ১০ রানও করতে পারেননি।
চিটাগং ভাইকিংসের পক্ষে বল হাতে বাজিমাত করেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার রবি ফ্রাইলিংক। ৪ ওভারের স্পেলে মাত্র মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া আবু জায়েদ রাহী ও নাঈম হাসান নিয়েছেন ২টি করে উইকেট