মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আজ যে ইস্যুতে আলোচনা করেছে বিএনপি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ তিন নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলো দলটি। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

বৈঠকের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য দুইজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।